জাতীয়
সাবেক এমপি আবদুর রহমান বদি করোনায় আক্রান্ত
এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুর রহমান বদির ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে স্যারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি কক্সবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার পথে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন।