অপরাধদেশজুড়ে

নওগাঁ গাঁজার গাছসহ একজন আটক

অনলাইন ডেস্ক:  নওগাঁর মহাদেবপুরে এক কেজি ২০০ গ্রাম একটি গাঁজার গাছসহ আফাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।

১৯ জুন (শুক্রবার) বিকাল ৪টয় উপজেলা সদরের কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আফাজ কাচারীপাড়া এলাকার আফজাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এসআই রায়হান, এসআই সাজাহান মাদক ব্যবসায়ী আফাজ উদ্দীনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির উঠান থেকে ৭ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।

মহাদেবপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমন আরও সংবাদ

Back to top button