আন্তর্জাতিক

ব্রাজিলে প্রায় ৫০ হাজার জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১০ লাখ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে দেশটি। ব্রাজিলে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ব্রাজিলে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায় ২৫ ফেব্রুয়ারি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটিতে ৫৪ হাজার ৭৭১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জনে।

অন্যদিকে, ব্রাজিলে মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৯৫৪ জন মারা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ২২ লাখ ২১ হাজার ৭৯ জন। আর মারা গেছে ১ লাখ ১৯ হাজার ১১২ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৮৬ লাখ ৪১ হাজার ১২০ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৫৯ হাজার ৪৬৮ জন।

এমন আরও সংবাদ

Back to top button