জাতীয়
তিন মাস পর বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু
অনলাইন ডেস্ক: প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার দুপুর ১২টার দিকে, ১৮৭ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২১শে মার্চ মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। দেশগুলো হলো- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।
এসব দেশ থেকে আসা কোনও বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না। এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়।