জাতীয়

করোনামুক্ত হলেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হওয়ার ১৮ দিন পর করোনামুক্ত হয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
বুধবার (২৪ জুন) তিনি নিজেই করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে সারওয়ার আলম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে  কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।
একের পর এক আলোচিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৭ জুন নিজের করোনা শনাক্তের বিষয়টি জানান তিনি।

এমন আরও সংবাদ

Back to top button