সাড়ে ৮ হাজার কোটি টাকা পাচ্ছে ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক: আগামী অর্থবছরে (২০২০-২১) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ৮ হাজার ৪৮৫ দশমিক ১২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এ বছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বেড়েছে।
এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
বাজেটে এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জন্য মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। এ অংক গেল বছরের তুলনায় ০৩ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।