জাতীয়ঢাকা

ঢাকার নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

মো.সামসুল হক: ঢাকা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেলেন মো.শহিদুল ইসলাম।বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে এক আদেশ জারি করেন। মো. শহিদুল ইসলাম এর আগে টাঙ্গাইল জেলা প্রশাসক হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সেখানকার জেলা প্রশাসক থাকাকালীন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পান।


জানা যায়, ২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ শহিদুল ইসলাম নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন।

এমন আরও সংবাদ

Back to top button