আনসারুল্লাহ বাংলা টিম এর এক সদস্য গ্রেফতার
মো. সামসুল হক: আনসারুল্লাহ বাংলা টিম এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে (৫ জুলাই) বিকালে অভিযান চালিয়ে গাজীপুর বড় দেওড়া, ফকির মার্কেটের সামনে থেকে তাকে প্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সদস্য মোঃ রাশিদুল ইসলাম (২০), পিতা- মোঃ ওয়াহেদ মিয়া, মাতা- মোছা: কাকলী খাতুন।আটককৃত মোঃ রাশিদুল ইসলামের স্থায়ী ঠিকানা গ্রাম-তৈলটুপি, ডাকঘর-গুড়দহ,উপজেলা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।
গ্রেফতার কালে তার কাছ থেকে জিহাদী বই-পুস্তিকা, ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইন প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, নিষিদ্ধ সংগঠন সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত করায় আটককৃত আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) সদস্যের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।