আন্তর্জাতিক

কোভিড-১৯ ভাইরাস সংক্রমন ‘ক্ষতিকর নয়’ ট্রাম্পের এমন দাবি সমর্থন করেননি মার্কিন এফডিএ প্রধান

অনলাইন ডেস্ক: কোভিড-১৯ ভাইরাসের ৯৯ শতাংশ সংক্রমনই ‘ক্ষতিকর নয়’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সমর্থন করেননি দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার স্টিফেন হ্যান। খবর সিনহুয়া’র।
হোয়াইট হাউসে ট্রাম্প বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের ৯৯ শতাংশ সংক্রমন একেবারেই ক্ষতিকর নয়’ তার এমন কথা সঠিক কিনা সে ব্যাপারে সিএনএন’র ডনা বশ জানতে চাইলে হ্যান উত্তর দিতে অস্বীকৃতি জানান।
বরং তিনি বলেন, হোয়াইট হাউস টাস্ক ফোর্সের উপাত্তে দেখানো হয়েছে যে এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র অনেক সমস্যায় পড়েছে। এ ব্যাপারে জনগণের গুরুত্ব দেয়া প্রয়োজন।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের ৩০ টিরও বেশি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২৯ লাখে এবং মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button