ডিজিটাল প্রতারক গ্রেফতার।
এক্সক্লুসিভ নিউজ২৪.কম: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করে এন্টিটেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল।৬জুলাই গুলশান-২ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ফাহিম (২২), পিতা- মোঃরফিকুল ইসলাম, মাতা- মোছাঃ আকলিমা খাতুন, সাং-ভুইয়ুম, ডাক-ডেপুটি বাড়ি, থানা-নরসিংদী, জেলা-নরসিংদী।আসামী ফাহিম “Ònline Service”নামে একটি ফেসবুক পেইজ খুলে তার মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রয়সহ আমদানী নিষিদ্ধ সেক্সুয়াল আইটেম বিক্রয় করে আসছিলো। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় ২য় আসামী মোঃ আলতাফ মৃধা (২৩), পিতা-তোতা মৃধা, মাতা-রাহিমা আক্তার, সাং-ডোয়বাড়ি, ডাক-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এবং ৩য় আসামী মোঃ হেলালউদ্দিন (৪৯), পিতা-মৃত-নূর মিয়া মাস্টার, মাতা-মৃত-সালেহা বেগম, সাং-লোধেরগা, ডাক-মহামায়া, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর। এদের কাছ থেকে ইয়াবা, সেক্সুয়াল আইটেম, নেশাজাতীয় দ্রব্যসহ অন্যান্য আমদানী এবং বিক্রয় নিষিদ্ধ দ্রব্য সংগ্রহকরে “Ònline Service” নামক পেইজে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করত।জিজ্ঞাসাবাদে তারা অপরাধের জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতদের তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১,৬২,৫০০ টাকা, ০২ টি মোবাইল ফোন (শাওমীএবংসিম্ফোনি), ইয়াবা ৫০৪০ পিছ,বিভিন্ন ধরনের নিষিদ্ধ যৌন উত্তেজক জেলপ্রায় ৫ কেজিসহ ১৬ প্রকার ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মালামাল উদ্ধার করা হয়।
আসামী ফাহিম “Ònline Service” নামক ফেসবুক পেইজে ছদ্ব নাম ব্যবহার করে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট ২০১৮ এর ২৪ (১)(ক) ধারায় অপরাধ করেছে। উক্ত অপরাধের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।