দেশজুড়েফটো গ্যালারী
শখের ছবি নিলামে
মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার: শখের বসে ছবি আকেঁন বরগুনা এক আসনের এমপি পুত্র সুনাম দেবনাথ। ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনাম দেবনাথ তার নিজের শখের একটি ছবি নিলামে উঠান । মঙ্গলবার নিলামের জন্য যেই ছবিটি পোস্ট করা হয়েছে। সেখানে অংশগ্রহন করেন এবং ৭,০০০ টাকায় ছবিটি ক্রয় করেন বরগুনা সদর ইউনিয়নের তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম। বরগুনার মানুষের কল্যানের জন্য তার এই অংশগ্রহন অমলিন হয়ে থাকবে।
সুনাম দেবনাথ এর ছবি বিক্রি করা ৭,০০০ টাকা বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের “হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা মেশিন” ক্রয়ের ফান্ডে জমা দিবেন বলে জানিয়েছেন। তিনি এই ফান্ডের জন্য শীঘ্রই আরেকটি ছবি নিলামে তোলার ঘোষনা দেন। যারা ক্রয় করতে ইচ্ছুক তাদের সকলকে স্বাগতম জানিয়েছেন এবং তার ফেইজবুক পোস্টে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেছেন।