অপরাধ

হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  খুলনা থেকে হুমায়ন কবির (২৩) নামে হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া বিভাগের পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার ভোররাতে খুলনার ডুমুরিয়া থানাধীন ভান্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত হুমায়ন কবির হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্য। সে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন এজাহার নামীয় আসামী।

গ্রেফতারের সময় তার কাছ হতে ব্যবহৃত একটি মোবাইল ফোন, দুটি মোবাইল সীম কার্ড, ৫ টি জিহাদী বই এবং একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হুমায়ন কবিরকে জিজ্ঞাসাবাদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এমন আরও সংবাদ

Back to top button