জাতীয়

সাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালেও অনিয়ম-জালিয়াতি

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  স্বাস্থ্য অধিদফতরে অভিযানের মধ্যে রাজধানীর আরেক হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনুমতি না নিয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।

রোববার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে ২ নম্বরে অবস্থিত এ হাসপাতালটিতে অভিযান চালানো হয়। অভিযানে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে আটক করেছে র‌্যাব।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় গণমাধ্যমকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

র‌্যাবের একটি নির্ভরশীল সূত্রে জানা যায়, সম্প্রতি করোনাভাইরাস পরীক্ষার র‌্যাপিড কিট টেস্ট ও অ্যান্টিবডিসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে ৫০০ শয্যাবিশিষ্ট সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সেসব অভিযোগ খতিয়ে দেখতেই এ অভিযান পরিচালন করে র‌্যাব।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতি ধরে র‌্যাব। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়।

রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

এমন আরও সংবাদ

Back to top button