এক্সক্লুসিভ নিউজ

কক্সবাজারে লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক:  কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরো চার যাত্রী। বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- চকরিয়ার হারবাং নুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম, বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজাদের ছেলে আামিন, লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের মিনার উদ্দিন, চকরিয়ার কোনাখালী ইউপির আলী মিয়ার ছেলে ফরোজ আহমদ।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, কাভার্ডভ্যানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হারবাং ইউপির বুড়ির দোকান এলাকায় লোহাগাড়া থেকে চকরিয়াগামী লেগুনাকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে লেগুনা দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো চারজন।

ওসি আরো জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button