অপরাধ

অপরাজিতার মালিক শারমিন গ্রেপ্তার

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল এন নাইনটি ফাইভ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, শারমিনকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া নকল মাস্কের কথা স্বীকার করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে শারমিন জাহান পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করে জানান, জেনেশুনে কোনো নকল মাস্ক হাসপাতালে সরবরাহ করেননি তিনি।

বিএসএমএমইউ-তে এন নাইনটি ফাইভ-এর চারটি চালানে প্রায় ৯০ লাখ টাকার মাস্ক সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি চীনের থ্রি এম কোম্পানির লোগো বসিয়ে যেসব মাস্ক সরবরাহ করেছে, সেখানে নকল মাস্ক পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন। সবশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতেও ছিলেন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির নোটিশের জবাবও দেয় অপরাজিতা ইন্টারন্যাশনাল।

এমন আরও সংবাদ

Back to top button