অপরাধ
সাহেদকে ৪০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন
রিজেন্ট হাসপাতালের মোহাম্মদ সাহেদকে ৪টি মামলায় মোট ৪০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে ১০ দিনের রিমান্ড শেষে আবারও আদালতে নেয়া হয়েছে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে।
আদালতে সাহেদের নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে। সাতক্ষীরার দেবহাটা থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ঘটনায় প্রতারণার মামলায় ১৬ জুলাই সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর মধ্যে ৬ দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এরপর মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তর হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
১৬ জুলাই (বৃহস্পতিবার) সাহেদের পাশাপাশি রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকেও ১০ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। একই মামলার আরেক আসামি ও সাহেদের সহযোগী তারেক শিবলীও রয়েছেন রিমান্ডে।