দেশজুড়ে

কুমিল্লায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী লবণবাহী একটি ট্রাকের সাথে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয় এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন আরও সংবাদ

Back to top button