করোনায় আক্রান্ত আর্চারি চপল
এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে করোনায় আক্রান্তদের তালিকায় নতুন নাম যোগ হলো। করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিওএ কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে সেবারই প্রথম বাংলাদেশ কোনো ডিসিপ্লিনে অংশ নিয়ে সবগুলোতেই সোনা জেতে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
এক সংবাদ বিবৃতির মাধ্যমে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। কয়েকদিন হতে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন এই ক্রীড়া সংগঠক। ডাক্তারের পরামর্শক্রমে তিনি কোভিড-১৯ টেস্ট করান এবং আজ রবিবার সকালে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
আপাতত বাসায় বিশ্রামে আছেন এই ক্রীড়া সংগঠক। ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার দেয়া চেয়ে চপল জানান আর্চারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি। কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। এখন যদিও তেমন কোনও জটিলতা নেই। বাসাতেই আছি সবার কাছে দোয়া