শিবগঞ্জে চরাঞ্চলের মানুষদের জন্য প্রধানমন্ত্রীর নৌ-অ্যাম্বুলেন্স প্রদান
এক্সক্লুসিভ নিউজ ২৪.কম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্তৃর্ণ চরাঞ্চলের রোগী বহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি নৌ-অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত দুরুল হোদার কাছে নৌ-অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল।
নৌ-অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরের সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চরাঞ্চলের মানুষদের চিকিৎসা সহায়তায় এই নৌ-অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসার উপকরণ থাকা এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিবগঞ্জের পাঁকা, উজিরপুর ইউনিয়নসহ দুর্লভপুরের একাংশের মানুষ দ্রুত রোগী বহন করে হাসপাতালে নিয়ে আসতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।