জাতীয়

আগের ভাড়াতেই সন্তুষ্ট যাত্রীরা

‘যত সিট তত যাত্রী’ এই নিয়মে কাল মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে চলবে গণপরিবহন। সেক্ষেত্রে, ৬০ ভাগ বর্ধিত ভাড়াও যাত্রীদের দিতে হচ্ছে না। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন যাত্রী, চালক উভয়েই। তবে, স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়া নিয়েও চিন্তিত যাত্রীরা।

দেশে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ৩১ মে থেকে গণপরিবহণে দুই সিটে একজন করে বসার নির্দেশনা দেয় সরকার। এজন্য যাত্রীদের ৬০ শতাংশ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো।

তবে বাস্তবের চিত্র অনেকটাই ভিন্ন। ভাড়া বেশি নিলেও কোনো কোনো গণপরিবহনে সুরক্ষা নির্দেশনা মানতে উদাসীনতা দেখা যায়। তাই, করোনাকালে যেখানে অধিকাংশ মানুষের আয় কমেছে, সেখানে যাতায়াতের বাড়তি ভাড়া সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।

এছাড়া গণপরিবহন মালিক সমিতিও আগের নিয়মেই বাস চালানোর পক্ষে ছিলেন।

এ অবস্থায় ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিহন চলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে যাত্রীরা স্বাগত জানালেও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আগের নিয়মে বাস চলার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন পরিবহন শ্রমিকরাও।

এমন আরও সংবাদ

Back to top button