রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষারসহ গ্রেফতার ২
রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষারসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষার (৩৪) ও মোঃ আনোয়ার হোসেন (৩০)। এ সময় তাদের হেফাজত হতে একটি খেলনা রিভলবার ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
৮ সেপ্টেম্বর, ২০২০ বিকালে রামপুরা থানার বনশ্রী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কুদ্দুছ ফকির ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত তুষার ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে গত ৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখ বিকালে রামপুরা বনশ্রী এলাকায় জনৈক মোঃ তুহিন ইসলাম এর নির্মানাধীন বিল্ডিংয়ে এসে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে । দাবীকৃত চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গ্রেফতারকৃত তুষার তার কোমর হতে উদ্ধারকৃত পিস্তল বের করে প্রাণনাশের হুমকি প্রদান করে।
তিনি আরো জানান, বিষয়টি তুহিন কৌশলে থানায় অবগত করলে, থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা ১৫ ডিসেম্বর, ২০১৯ তারিখেও নির্মাণাধীন ভবনের মালিক তুহিনের নিকট টাকা দাবী করেছিল। দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় উক্ত ভবনের সিকিউরিটিকে মারধর করেছিল বলেও অফিসার ইনচার্জ জানান।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত তুষার শীর্ষ সন্ত্রাসী কালা পলাশের ভাগিনা । এই সুবাদে এলাকায় শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষার হিসেবে পরিচিত। রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিলসহ বেশকিছু এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল। সে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতো । তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ১৪টি মামলার তথ্য পাওয়া যায় মর্মে এই কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতদের রামপুরা থানায় রুজুকৃত পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।