বিনোদন

ফিরছেন সানি-মৌসুমী জুটি

বিনোদন ডেস্ক:  নব্বইয়ের দশক এবং এর পরবর্তী সময়ে বহু দর্শকপ্রিয় ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ওমর সানি ও মৌসুমী। বেশ সাড়াও ফেলেছেন। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও তারা অন্যতম সেরা জুটি, সেরা দম্পতি। কিছু ছবিতেও তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে।

নতুন খবর, আবারও স্বামী-স্ত্রীর চরিত্রে পর্দায় আসতে চলেছেন ওমর সানি ও মৌসুমী। ছবির নাম ‘দেবর আমার কত আপন’। এটি পরিচালনা করবেন সাইমন তারিক। গেল শনিবার মৌসুমী এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই বিষয়টি মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন।

বে ওমর সানি এখনো চুক্তিবদ্ধ হননি। পরিচালক সাইমন তারিক জানান, সপ্তাহ খানেকের মধ্যে সানি ভাইয়ের সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, খুব শিগগির অন্য শিল্পীদেরও চূড়ান্ত করা হবে। ‘দেবর আমার কত আপন’ একটি সামাজিক ছবি হবে বলেও জানান পরিচালক সাইমন তারিক।

এই ছবির বিভিন্ন চরিত্রে আরও যাদের অভিনয় করার কথা রয়েছে তারা হলেন- বড়দা মিঠু, মাসুজ আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর। এই ছবির মাধ্যমে করোনার পর প্রথম চলচ্চিত্রের শুটিংয়ে ফিরছেন ‘প্রিয়দর্শিণী’ খ্যাত অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানি।

এমন আরও সংবাদ

Back to top button