দেশজুড়ে

হারিয়ে যাওয়া শিশু সুমাইয়ার পিতা-মাতার সন্ধান প্রয়োজন

হারিয়ে যাওয়া শিশু সুমাইয়ার পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

সুমাইয়ার বয়স ১৩ বছর, গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রংয়ের সেলোয়ার এবং লাল-খয়েরি রংয়ের ফ্রক।

সোমবার (১২ অক্টোবর, ২০২০) মহাখালী বাস টার্মিনাল এলাকায় সুমাইয়াকে খুঁজে পেয়ে থানায় নিয়ে আসেন এক ব্যক্তি। থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বাবার নাম-আবুল হাসান, মায়ের নাম-সুমি আক্তার। সে আরো জানায়, তার বাড়ি চট্রগ্রাম জেলায়, শান্তিরহাট গ্রামের মুন্সীপাড়া মসজিদের পাশে। থানার নাম বলতে পারে না। সব শুনে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ সংক্রান্তে সোমবার একটি সাধারণ ডায়েরী করা হয়।

উক্ত শিশুদের কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।

এমন আরও সংবাদ

Back to top button