জাতীয়

পল্টনে মুসল্লিদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় এসে জড়ো হন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, মুসল্লিদের বিক্ষোভের কারণে পল্টন থেকে কাকরাইল, গুলিস্তানসহ এর আশপাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এ প্রসঙ্গে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

এমন আরও সংবাদ

Back to top button