জাতীয়

৭ দিনের রিমান্ডে এসআই আকবর

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে মামলার তদন্তকারী পিবিআইয়ের কর্মকর্তা ইন্সপেক্টর আকবরকে সিলেট মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ হোসেন জানিয়েছেন, ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে। আকবরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার সহযোগিদেরও নাম বের করার চেষ্টা করা হবে।

এর আগে ২৯ দিন পলাতক থাকার পর এসআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে সোমবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। গত ১১ই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নগরীর নেহারীপাড়ার যুবক রায়হানকে পিঠিয়ে হত্যা করা হয়েছিলো।

এমন আরও সংবাদ

Back to top button