শাহরুখের পাকিস্তানি নায়িকা করোনায় আক্রান্ত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে ইনস্টাগ্রামে নায়িকা নিজেই এই খবর প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ আক্রান্ত। এখন আইসোলেশনে আছি এবং গত কয়েক দিন আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও জানিয়েছি।’
কঠিন সময় পাকিস্তানি অভিনেত্রীর জন্য। তবে তিনি আশাবাদী, খুব শিগগির সব কিছু ঠিক হয়ে যাবে। করোনা পজিটিভ হওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে মাহিরা লিখেন, ‘দয়া করে সকলে মাস্ক ব্যবহার করুন এবং অন্যান্য নিয়ম মেনে চলুন, নিজেদের এবং বাকিদের জন্য।’
নিজ দেশের পাশাপাশি এই নায়িকা বলিউডেও কাজ করেছেন। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ ছবিতে তাকে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল। সেটিই ছিল বলিউডে মাহিরার প্রথম এবং শেষ ছবি। পাক-ভারত বিতর্কের জেরে তিনি পরবর্তীতে আর কোনো বলিউড ছবিতে কাজ করতে পারেননি।
এছাড়া অন্য একটি কারণেও মাহিরা বলিউডে বেশ পরিচিত। সেটি হলো- অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। নিউ ইয়র্কে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ভাইরাল হওয়ার পরই গুঞ্জনটি ছড়ায়। কিন্তু বেশিদূর আগায়নি সে সম্পর্ক। রণবীরের জীবনে এখন অভিনেত্রী আলিয়া ভাট।