জাতীয়

‘সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়’

বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক:  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারত ও বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দোরাইস্বামী এ কথা বলেন।

তিনি আরো বলেন, “সীমান্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে প্রাণহানী কাম্য নয়।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ভার্চুয়াল বৈঠকের প্রায় ২ ঘণ্টা আগে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেন নিজ নিজ বিভাগের প্রধান কর্মকর্তারা এবং ভারতের পক্ষে স্বাক্ষর করে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সমঝোতা স্মারকগুলো হলো—কৃষি সহযোগিতা, হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, সিইও ফোরাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা, হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা, কমিউনিটি ডেভেলপমেন্ট ও বরিশালের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টসংক্রান্ত সহযোগিতা।

এমন আরও সংবাদ

Back to top button