অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত
এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সার তার শরীরে ছড়িয়ে পড়েছে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ভারতের ভেলোরে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বুধবার (১৬ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৮ ডিসেম্বর আব্দুল কাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, প্রথমে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় চেন্নাইয়ে নেওয়া হয়েছে।’
আব্দুল কাদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে প্রশংসিত হয়েছেন। ‘রং নাম্বার’সহ বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে।