আন্তর্জাতিক

এক আইনজীবীকে খুঁজছে সামরিক জান্তা

এক আইনজীবীকে খুঁজছে মিয়ানমারের সামরিক বাহিনী। তার সন্ধানে সেনা সদস্যরা তল্লাশিও চালিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও খবর মেলেনি।

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) হয়ে আদালতে লড়ছেন ওই আইনজীবী। তাকে খোঁজা হচ্ছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সম্প্রতি বিলুপ্ত হওয়া মিয়ানমারের সংসদের এক সদস্য।

এ ব্যাপারে মিয়ানমার পুলিশের কোনও মন্তব্য নিতে পারেনি রয়টার্স। সামরিক জান্তার পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় জয় পেলেও তার স্বীকৃতি না দিয়ে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে।

পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। নির্বাচিত নেত্রী সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে হয় কারাগারে না হয় বাড়িতে বন্দি করে রেখেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৭শ’র বেশি মানুষকে।

অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

এমন আরও সংবাদ

Back to top button