জাতীয়

আশুলিয়ায় গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

 সাভারের আশুলিয়ায় গাড়ির চাপায় মো. মোনায়েম নামে শিল্প পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মার্চ) সকালে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনায়েম আশুলিয়া শিল্প পুলিশ-১ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, ‘নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন মোনোয়েম। ধারণা করা হচ্ছে, ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক পরিবহনটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

এমন আরও সংবাদ

Back to top button