দেশজুড়ে
ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সদস্য হলেন মোশাররফ হোসেন স্বপন
নিজস্ব প্রতিবেদক : বিএনসিসি ক্লাব (এক্স ক্যাডেটদের সংগঠন) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন স্বপন ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। (৬ মার্চ-২০২১) রাজধানীর মালিবাগ চাঁদপুর ভবনে সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভায় মো. মোশাররফ হোসেন স্বপনকে কার্যনির্বাহী কমিটির সদস্য ঘোষণা করা হয়।
তিনি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের তিনবারের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল) এর ছোট ভাই। নবগঠিত কার্যকারী কমিটির সদ্যস্য নির্বাচিত হওয়ায় মোশারফ হোসেন স্বপনকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন আলহাজ¦ মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)।