জাতীয়

করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প‌রি‌বেশ অধিদফতরের মহাপ‌রিচালক ড. এ কে এম র‌ফিক আহাম্মদ মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ১৪ মি‌নি‌টে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ড. এ কে এম র‌ফিক আহাম্মদের মৃত্যুর বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি এবং সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন রফিক আহাম্মদ। বর্তমানে অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তা ছিলেন। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে ২০১৯ সালের ২২ মে যোগদানের আগে তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব এবং পরিবেশ অধিদফতরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এমন আরও সংবাদ

Back to top button