জীবনযাত্রাভ্রমণলিড নিউজ

সিলেটের হোটেল ও রিসোর্ট জনপ্রিয় হয়ে উঠছে

সিলেটের-হোটেল-ও-রিসোর্ট-জনপ্রিয়-হয়ে-উঠছে

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ

জীবনযাপন ডেস্ক : মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সঙ্গে যে খাতগুলো জড়িয়ে আছে, তার ভেতর অন্যতম পর্যটন। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়ে মধ্যম আয়ের দেশ। ফলে মানুষ এখন একটু সময়-সুযোগ পেলেই বেড়াতে যায়। সেই চাহিদা পূরণ করতে দেশের পর্যটনশিল্প বিকশিত হচ্ছে। দেশের বিভাগীয় শহর ও জেলাগুলোর ভেতর পর্যটনে অনেকটাই এগিয়ে গেছে সিলেট।

প্রকৃতিকন্যা নামে পরিচিত জাফলং, লালাখালের আকাশি নীল পানি কিংবা দেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট—এমন নানান প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ—দুটি পাতা ও একটি কুঁড়ির দেশ সিলেট। এমন অগাধ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নিদর্শনের জন্য শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সিলেটের প্রতিটি শহরই পর্যটকদের কাছে পছন্দের। কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং নানান বিলাসবহুল ও সৌন্দর্যমণ্ডিত রিসোর্ট আর হোটেলের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে এই বিভাগ। কর্মক্লান্ত শহরের বাসিন্দারা কোলাহলমুক্ত এই চায়ের রাজ্যে ছুটে আসেন। উদ্দেশ্য পরিবার আর প্রিয়জনদের সঙ্গে একান্তে কিছু সময় কাটানো। দেশের অন্যতম বিলাসবহুল রিসোর্টগুলোর সিংহভাগ সিলেটে অবস্থিত। এমন অসংখ্য আকর্ষণীয় হোটেল ও রিসোর্ট থেকে যেকোনো একটি বাছাই করাটা বেশ সময়সাপেক্ষ কাজ। তাই সিলেটের প্রায় সব বিলাসবহুল এবং ভালো মানের হোটেল ও রিসোর্ট বুক করা যাবে গো যায়ান-এর মাধ্যমে।

সিলেটের হোটেল ও রিসোর্ট জনপ্রিয় হয়ে উঠছে!

দি প্যালেস লাক্সারি রিসোর্ট

ঢাকা থেকে সিলেট বিভাগের শহরগুলোর দূরত্ব তুলনামূলক কম। তাই এখানে প্রাইভেট গাড়ি, ট্রেন বা বাসে গড়ে চার ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। তাই লম্বা ছুটি না থাকলেও শুক্র ও শনিবারের ছুটি কাটানোর জন্য নিশ্চিন্তে চলে যেতে পারেন সিলেট। স্বল্প সময়ের ছুটি কাটানোর সুব্যবস্থা থাকায় সিলেটের রিসোর্টগুলোর খ্যাতি আছে। এই রিসোর্টগুলোতে যেমন আছে সিলেটের প্রকৃতির শান্ত-শ্যামল ছোঁয়া, তেমনি আছে নান্দনিক স্থাপত্য ও আধুনিকতা। এই মনোহর প্রাকৃতিক আবহ, আধুনিক সুযোগ-সুবিধা, আকর্ষণীয় স্থাপত্য ও যাওয়া-আসার সুবিধার জন্য সবার কাছেই পছন্দের বেড়ানোর জায়গা হিসেবে সিলেট থাকে প্রথম দিকেই।

সিলেট ভ্রমণের প্রসঙ্গ এলে প্রথমেই চলে আসে শ্রীমঙ্গলের কথা। অগণিত চায়ের বাগান ছাড়াও এ শহরে আছে হাম হাম ঝরনা, মাধবপুর লেক, লাল পাহাড় আর অসংখ্য হাওর। সব মৌসুমেই সুন্দরভাবে সেজে থাকা এই শহরে পর্যটকদের আনাগোনা থাকে বছরজুড়ে। তাই এখানে গড়ে উঠেছে দেশের অসংখ্য বিলাসবহুল ও জনপ্রিয় রিসোর্ট। এগুলোর ভেতর সিলেটের প্রথম পাঁচ তারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, টিলার সৌন্দর্যে ঘেরা নভেম ইকো রিসোর্ট ও পাহাড়ের শান্ত পরিবেশে আবৃত শান্তিবাড়ী ইকো রিসোর্ট অন্যতম। এই রিসোর্টগুলো এতটাই নিখুঁতভাবে সাজানো যে এর বাইরে কোথাও না গিয়েও অবকাশের সময়টুকু আনন্দের সঙ্গে কাটানো সম্ভব। এই রিসোর্টগুলোতে আছে চা-বাগানের সতেজতা, গাছগাছালির সবুজ শ্যামল ছায়া, আর আছে আধুনিক স্থাপত্য ও আন্তরিক আতিথেয়তা। এই রিসোর্টগুলোর নান্দনিকতা দেশের বাইরের কোনো হোটেল বা রিসোর্টের চেয়ে কোনো অংশেই কম নয়। এই তিনটি রিসোর্টই এখন বুক করা সম্ভব গো যায়ানের মাধ্যমে।

শ্রীমঙ্গল ছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জে আছে দেশের অন্যতম বিলাসবহুল রিসোর্ট দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ও দি প্যালেস লাক্সারি রিসোর্ট। অপরূপ সাজে সজ্জিত এই রিসোর্ট দুটি দারুণ জনপ্রিয়। শুধু এখানে থাকার জন্যই অন্য শহর থেকে অতিথিরা চলে আসেন এখানে এই রিসোর্টগুলোতে ঘুরতে। বিলাসবহুল রুমে থাকা, সুস্বাদু নানা পদের খাবার, আউটডোর গেমের সুযোগ, নিকটস্থ চায়ের বাগান ও সুবিশাল সুইমিং পুল এই রিসোর্ট দুটির অন্যতম আকর্ষণ। এ ছাড়া বন-বনানীতে ঘেরা ও লালাখাল এর কাছাকাছি অবস্থিত রিসোর্ট নাজিমগড় ওয়াইল্ডারনেসও সিলেটের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। ঝিঁ ঝিঁ পোকার ডাক ও পাখির কলকাকলিতে পরিপূর্ণ এই রিসোর্টও আছে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার দুর্দান্ত সমাহার।

সিলেট শহরে আছে হজরত শাহজালালের মাজারসহ অসংখ্য মাজার। তা ছাড়া সিলেট সদর থেকে খুব অল্প দূরত্বে আছে জাফলং, সাদা পাথর, বিছনাকান্দির মতো চোখ-ধাঁধানো সৌন্দর্যের স্থান। এসব উপভোগ করার জন্য বাজেটের মধ্যেই পাওয়া যায় থাকার ব্যবস্থা। এর মধ্যে অন্যতম হলো পাঁচ তারকা রোজ ভিউ হোটেল। এটি সিলেট সদরের একটি জনপ্রিয় ও বিলাসবহুল হোটেল। এ ছাড়া আছে আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন হোটেল গার্ডেন ইন ও হোটেল নুরজাহান গ্র্যান্ড।

সিলেটের হোটেল ও রিসোর্ট জনপ্রিয় হয়ে উঠছে!!!

রোজ ভিউ হোটেল

বিভাগজুড়েই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নান্দনিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন। এ জন্যই শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ প্রতিটি শহরেই গড়ে উঠছে উন্নত মানের থাকার ব্যবস্থা। থাকার জন্য এতগুলো উন্নত হোটেল ও রিসোর্টগুলোর মধ্যে যেকোনো একটি বাছাই করা ও বুকিং দেওয়া কিছুটা কষ্টসাধ্য। তাই এই ঝামেলা দূর করে নিশ্চিন্তে অল্প সময়ের মধ্যেই অবকাশ যাপনের জন্য সিলেটের প্রায় সব হোটেল বা রিসোর্ট বুক করা যাবে গো যায়ানের মাধ্যমে। এখানে সব হোটেল এবং রিসোর্টের বিস্তারিত বিবরণ আর খরচ সম্পর্কে জানা যাবে। এর মাধ্যমে খুব সহজেই পছন্দের হোটেল নির্বাচন ও বুকিং দেওয়া যাবে।

বিস্তারিত জানতে ঘুরে আসুন https://cutt.ly/UWjzQNx ঠিকানায়।

এমন আরও সংবাদ

Back to top button