দেশজুড়েলিড নিউজ

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধপ্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি রংপুরের দিকে যাবার যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আছে।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে একটি লাইট ইঞ্জিন। ইঞ্জিনটি দিয়ে বিকল ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসা হবে। এরপরই স্বাভাবিক হবে এই রুটে ট্রেন চলাচল।

এমন আরও সংবাদ

Back to top button