প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়ায় পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এম রফিকউল্লাহর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরবাড়ির রঘুনাথপুরে গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ও হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান। হামলার প্রতিবাদে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশীনাথপুর মোড়ে অবরোধ করে রাখেন চেয়ারম্যানের অনুসারীরা।
চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ জানান, রোববার রাতে তিনটার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে ১১টি ককটেল নিক্ষেপ করে। এছাড়া তিন রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে তারা। তবে এতে তার বা তার পরিবারের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশীনাথপুর মোড়ে অবরোধ করে রাখেন চেয়ারম্যানের সমর্থকরা। এসময় রাস্তার দুদিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা থেকে ঢাকা ও সিরাজগঞ্জ অভিমুখী বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত রাখতে কাজ করছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।