দেশজুড়েলিড নিউজ

বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

বাজিতে হেরে যুবকের আত্মহত্যাসাভার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ঋণ পরিশোধ করতে না পেরে মানসিক চাপে আত্মহত্যা করেছেন সঞ্জিত রাজবংশী (২০) নামের এক যুবক। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত রাজবংশী ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বীরেন রাজবংশীর ছোট ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ক্রিকেট খেলায় বাজিতে হেরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন সঞ্জিত রাজবংশী। অনেকেই তার কাছে টাকা পেতেন। কিন্তু তিনি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। রোববার বিকেলে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমন আরও সংবাদ

Back to top button