এক্সক্লুসিভ নিউজজাতীয়লিড নিউজ

জায়গা না দেওয়ায় বিমানবন্দরে ল্যাব বসাতে বিলম্ব: স্বাস্থ্যমন্ত্রী

জায়গা না দেওয়ায় বিমানবন্দরে ল্যাব বসাতে বিলম্ব: স্বাস্থ্যমন্ত্রীঢাকা : প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তির কথা চিন্তা করে শিগগিরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু জায়গায় নির্ধারণ না হওয়ায় পিসিআর ল্যাব বসতে বিলম্ব হচ্ছে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলী ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার ও ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে রিজিওনাল টিবি ল্যাবরেটরি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে এখনো পিসি আর ল্যাব বসানো সম্ভব হয়নি। আজ বিমানবন্দরের প্রবাসী কল্যাণমন্ত্রীকে সঙ্গে নিয়ে জায়গা পরিদর্শন করা হয়েছে। তারা খোলা জায়গা দিয়েছিল, কিন্তু ল্যাব তো আর উন্মুক্ত জায়গায় বসানো যায় না। তাই ভেতরে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করি দ্রুত এই ল্যাবের কাজ শেষ হবে।

এর আগে সকালে আরটি-পিসিআরের জন্য ৭ প্রতিষ্ঠানের স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দেশে যক্ষ্মার চিকিৎসা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার প্রমাণ করে সরকার রোগী কেন্দ্রিক সেবা প্রদানে কতটা আন্তরিক। আমরা দেশের অন্যান্য অঞ্চলেও রোগি কেন্দ্রিক যক্ষ্মার সেবা সম্প্রসারণ করব। আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যা ২০৩০ সালের উন্নয়ন অর্জনেও অবদান রাখবে।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই অসাধারণ ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টারের দ্বার উন্মোচন করতে পেরে ও যারা যক্ষ্মায় আক্রান্ত হয়েও এর বিরুদ্ধে নিয়মিত সংগ্রাম করে যাচ্ছেন তাদের জীবন রক্ষায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষদের স্বাস্থ্যকর ও উন্নত জীবনের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে সমন্বিত প্রচেষ্টা এই সেন্টারটি তারই তারই স্মারক।

ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলি বলেন, সব ধরনের যক্ষ্মা বিশেষ করে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে যক্ষ্মার বিস্তার রোধ ও বাংলাদেশিদের জীবন রক্ষায় এর ভূমিকা অপরিসীম হবে।

এমন আরও সংবাদ

Back to top button