রাশিয়ার নির্বাচনে ফের পুতিনের দল জয়ী
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নির্বাচনে ফের জয়লাভ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভোট গণনা প্রায় শেষ। প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে পুতিনের দল। নির্বাচনে জিতলেও আগের চেয়ে জনপ্রিয়তা কমেছে পুতিনের দলের। এর আগে পুতিনের দল ২০১৬ সালে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিল।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে। পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পেয়েছে প্রায় ৫০ শতাংশ ভোট। প্রধান প্রতিপক্ষ কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৯ শতাংশ ভোট। এছাড়া এলডিপিআর পার্টি পেয়েছে সাড়ে ৭ শতাংশ ভোট। এ জাস্ট রাশিয়া পেয়েছে ৭ দশমিক ৪ শতাংশ ভোট। নিউ পিপল পেয়েছে ৫ দশমিক ৩ শতাংশ ভোট। এছাড়া অন্যান্য দলের ঝুলিতে গেছে ১১ শতাংশ ভোট।
রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা বলেছেন, ‘নির্বাচনের চূড়ান্ত দলাফল আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।’
গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে নিন্দা জানিয়েছে বিরোধীরা। তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে।
এর আগে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের তিন দিনের ভোটগ্রহণ গত রোববার সন্ধ্যায় শেষ হয়। নির্বাচনে ক্রেমলিনের সবচেয়ে সক্রিয় বিরোধীদের ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়। এছাড়া ব্যালটবাক্স ভোটে পূর্ণ করার বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। এমনকি ভোটারদের ভোটদানে বাধ্য করার অভিযোগও পাওয়া যায়। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ৪৫০ আসনের জন্য ভোটাররা ভোট দিয়েছেন। ভোটে অংশ নেয় ১৪টি দল।
ভোটগ্রহণ শেষের কয়েক ঘণ্টা পরই পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি জয়ের দাবি করে। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনে ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে মস্কোতে দলের সমর্থকদের জয়ের জন্য অভিনন্দন জানানো হয়।
রাষ্ট্রায়ত্ত জরিপ সংস্থাগুলো বলছে, ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেওয়া ইউনাইটেড রাশিয়ার জনসমর্থন আগের তুলনায় কমেছে। তবে দলটির জনপ্রিয়তা এখনো এর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর পার্টির তুলনায় বেশি বলে উল্লেখ করা হয়েছে জরিপ ফলাফলে।