কুশিয়ারায় ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়, দাম হাঁকছেন ১ লাখ
সিলেটের কুশিয়ারায় জেলের জালে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা।
মাছের বিক্রেতা মো. আলাউদ্দিন জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সেখান থেকে বিক্রির জন্য তিনি সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
সিলেট নগরের সুবিদবাজার থেকে মাছ কিনতে লালবাজারে আসা রওনক জামান বলেন, বাজারে এত বড় মাছ কম উঠে। লোকমুখে বড় বাঘাইড় বাজারে উঠেছে শুনে তিনি কিনতে এসেছেন। কিন্তু দাম বেশি চাওয়া হচ্ছে। তবে কেজিতে বিক্রি করা হলে কেনার আগ্রহ আছে।
মাছের বিক্রেতা মো. আলাউদ্দিন বলেন, তিনি ৬০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন। সে অনুপাতে বিক্রির জন্য এক লাখ টাকা দাম চাচ্ছেন। অবশ্যই ৮০ বা ৯০ হাজার টাকা পেলে বিক্রি করে দেবেন।
মাছটি বিক্রি করতে না পারলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাছটি কেটে বিক্রি করবেন। সেক্ষেত্রে কেজিপ্রতি দাম পড়বে দেড় থেকে ২ হাজার টাকা।
কেজি দরে মাছ নিতে এরই মধ্যে ৮ জন নাম লিখিয়েছেন বলেও জানান তিনি।