ইসলাম

নবীজির (সা.) প্রিয় জিকির

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার এই বাক্যমালা ‘সুবাহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ পাঠ করা সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয়, যার ওপর প্রতিদিন সূর্যোদয় হয়।’ (বুখারি, মুসলিম সূত্রে রিয়াযুস সালেহিন : ১৪১৭)
শিক্ষা
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দার সব সময় জিকিরে মশগুল থাকা। রাসুল (সা.) বিভিন্ন জিকিরের আমল শিখিয়েছেন।
যেসব বস্তুর ওপর সূর্যোদয় হয়, অর্থাৎ পৃথিবী ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু থেকে এ জিকির উত্তম।
হাদিসে উল্লিখিত জিকির সব সময় আদায় করার চেষ্টা করা। প্রতিদিন অবহেলায়-উদাসীনতায় কত সময় অপচয় হয়ে যায়! সময়গুলো এসব জিকির দ্বারা মূল্যবান করে রাখা।

এমন আরও সংবাদ

Back to top button