ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা: ঢাকাসহ সারা দেশের আট বিভাগে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। যা গতবছর ছিল ৪৫ হাজার তিনজন। এই বিভাগে আসন সংখ্যা দুই হাজার ৩৭৮টি থাকায় প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন। যা আগে ছিল ১৮ জনে।
বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্যনুযায়ী, শুধু ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ১৮ হাজার ৮৫০ জন। যারা পরীক্ষা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।