রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে ৩১ জন শিক্ষার্থী। সোমবার সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এদিন সকাল শিফটে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে পরীক্ষা। এছাড়া পরের দুটি শিফট হল- দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।
সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন তিন শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতি রোধে বাড়ানো হয়েছে নজরদারি।
নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীরা সময় পাবেন একঘণ্টা।
মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রতিদিনই ভর্তি পরীক্ষা চলবে তিন শিফটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ৪ হাজার ১৭৩ আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ টি আবেদন পড়েছে।