রাজবাড়ীতে একদিনের ব্যাবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা।বর্তমানে বাজারে ভালো মানের দেশী পেঁয়জের দাম বেড়ে বিক্রি জচ্ছে ৬০ টাকায়। গত শনিবার জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি মান ভেদে ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হলেও এক দিনের ব্যাবধানে ২০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
গত দুই দিন আগেও পাইকারী বাজারে প্রতি কেজি পেয়াজের দাম ছিল ৩৫ থেকে ৩৭ টাকা। আজ সেই পেঁয়াজ এক লাফে দাম বেড়ে ৫৫ থেকে ৫৮ টাকা বিক্রি হচ্ছে।পাইকারী বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কেনার কারণে খুচড়া বাজারে দাম বৃদ্ধিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে দাম বৃদ্ধির কারণে বিক্রি নেমে এসেছে অর্ধেকেরও কমে। আগে যেখানে দিনে ৮ থেকে ১০ মণ বিক্রি হতো। বর্তমানে বিক্রি কম থাকায় এর অর্ধেক বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজি পেঁয়াজ গত দুইদিন অগেও ৪০ টাকায় বিক্রি করেছেন তারা। তবে মাত্র একদিনের ব্যবধানে পাইকারী বাজারে মণ প্রতি ৬ থেকে ৮ শত টাকা বেড়ে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে। দামের কারণে বিক্রিও কমেছে অর্ধেকে। ইন্ডিয়ান পেঁয়াজও বাজারে না আসায় দেশী পেয়াজে প্রভাব পড়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, পেঁয়াজের বাজার বৃদ্ধির কারণ কি- তা বাজার মনিটরিং করবেন। স্থানীয় ভাবে পেঁয়াজের বাজার রাজবাড়ীতে বাড়ার কথা নয়, বাড়ার কারণ ও কোথায় কাজ করতে হবে তা ক্ষতিয়ে দেখবেন বলে জানান।