রংবেরঙ
আদরবঞ্চিত বাঘ শাবকটির দায়িত্ব নিলেন শুভ
চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ ‘শুভ্রা’র ঘর আলো করে প্রথমবারের মতো এসেছে অতিথি। কিন্তু বাঘের স্বভাব অনুযায়ী, শুরু থেকেই মায়ের আদরবঞ্চিত শাবকটি। বাঘিনী শুভ্রা দুধও দিচ্ছে না সন্তানকে। এ অবস্থায় শাবকটিকে নিজের হেফাজতে রেখে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
২১ দিন আগে গত ২৬ আগস্ট ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-শুভ্রা দম্পতির ঘরে জন্ম নেয় শাবকটি। শুভ্রার হিংস্র আচরণের কারণে রাতেই মায়ের কাছ থেকে আলাদা করে শাবটিকে নিজের হেফাজতে নেন শুভ।