যশোরে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩
যশোর প্রতিনিধি: যশোরের পুলেরহাটে র্যাব-৬ অভিযান চালিয়ে বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিদেশি পিস্তলসহ তিন জনকে আটক করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, উপজেলার পুলেরহাট বেড়বাড়ি গ্রামের মফিজ সরদারের ছেলে রফিক সরদার (৩৩), ভাতুড়িয়া গ্রামের মজিদের ছেলে ফরিদ (৩৩) ও শহরের শংকরপুর এলাকার আবুল কাশেমের ছেলে এমএম কামরুজ্জামান রাসেল (৩৩) ।
র্যাব- ৬ যশোর ক্যাম্পের লে: কমান্ডার নাজিউর জানান, গোপন সংবাদে ভিত্তিতে সদরের পুলেরহাট বাজারের রাজগঞ্জ গাফফার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কারবার, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকালাপ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।