চাঁদপুরে সড়কে মুখোমুখি সংঘর্ষে ঝরল ৪ প্রাণ
সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইব্রাহিম (২৫) নামের আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া (বিশ্বরোড) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উর্মি মজুমদার (২৪), সাদ্দাম হোসেন (২২), রিফাত সরকার (২৩) ও সিএনজিচালক মনির হোসেন (৩৫)। উর্মি, সাদ্দাম ও রিফাত চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে কচুয়া থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে