অপরাধএক্সক্লুসিভ নিউজজাতীয়জীবনযাত্রাদৃষ্টি আকর্ষণলিড নিউজশিক্ষা

আজও রাজপথে নটর ডেমের শিক্ষার্থীরা, নাঈম হত্যার বিচারের দাবিতে

আজও রাজপথে নটর ডেমের শিক্ষার্থীরা, নাঈম হত্যার বিচারের দাবিতে ঢাকা : গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। এখনো তারা সেখানেই অবস্থান করছে।

উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে।

সিটি করপোরেশনের গাড়িচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়টি জানাতে মতিঝিল বিভাগের ডিসি আবদুল আহাদ আজ দুপুর সাড়ে ১২টায় পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

• গ্রেপ্তার রাতেই, গাড়ি চালাচ্ছিলেন চালকের সহকারী

এমন আরও সংবাদ

Back to top button