অপরাধ

৪২০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ নজরুল ইসলাম, মোঃ খাইরুল হাওলাদার, মোঃ ইকবাল হাসান মাহমুদ, মোঃ মোর্শেদ আলম ও মোঃ তাওসিফ কবির সুমন।

বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বেলা ০৪:১৫ টায় ঢাকার নিউ সার্কুলার রোডের নিউ মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য মালিবাগ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিউ সার্কুলার রোডের নিউ মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে নজরুল, খাইরুল, ইকবাল, মোর্শেদ আলম ও তাওসিফ কবির নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএমপির শাহজাহানপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এমন আরও সংবাদ

Back to top button