জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ প্রতিমন্ত্রীর শোক, যাচ্ছেন ঘটনাস্থলে

এক্সক্লুসিভ নিউজ:  যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের জন্য শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী।

এদিকে লঞ্চের আগুন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এমন আরও সংবাদ

Back to top button