একই শরীরে দুজন, সরকারি চাকরিও পেলেন!
একই শরীরে দুজন মানুষ। এ রকম আমরা আগেও দেখেছি। কিন্তু বাস্তবে তারা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন—এমন বড় একটা দেখা যায় না। ভারতের পাঞ্জাবের অমৃতসরের সোহনা ও মোহনা সে রকমই। হাজার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে পেলেন সরকারি চাকরি। তাদের জীবন থেকে অনেকেই প্রেরণা পেতে পারেন।
১৯ বছরের সোহনা ও মোহনা গত ২০ ডিসেম্বর পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনে চাকরিতে নিযুক্ত হয়েছেন। বেতন ২০ হাজার টাকা। ছোটবেলায় থেকেই পড়াশোনায় ভালো দুই ভাই। স্কুলের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিলেন। তখন থেকেই তারা সংস্থার নজরে ছিলেন। পড়া শেষ হতেই তাদের নিযুক্ত করল রাজ্য বিদ্যুৎ দপ্তর।
বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা রবীন্দ্র কুমার বলেন, সোহনা ও মোহনা বৈদ্যুতিক যন্ত্রাংশের দেখাশোনা করবেন। তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই এ কাজে নিযুক্ত করা হয়েছে।
পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানিয়ে দুই ভাই বলেন, চাকরি পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং পাঞ্জাব সরকারকে ধন্যবাদ এ সুযোগটি দেওয়ার জন্য।
২০০৩ সালে নয়দিল্লিতে জন্ম দুই ভাইয়ের। জন্ম থেকেই তাদের মাথা, হাত, শিরদাঁড়া ও হৃৎপিণ্ড আলাদা, কিন্তু শরীরের নিচের অংশ একটাই। জন্মের পরই বাবা-মা দুজনকে পরিত্যাগ করেন। দিল্লি এমসের চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাদের আলাদা করার চেষ্টা করলেও শারীরিক জটিলতার কারণে সক্ষম হননি।
এরপর তারা এভাবেই বড় হতে থাকেন। স্কুলের পাঠ শেষ করে ডিপ্লোমা করেন। অতঃপর সরকারি চাকরি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে এগিয়ে চলা যায়, তা দেখিয়ে দিলেন সোহনা ও মোহনা।